সন্ত্রাস-জঙ্গীবাদ রুখতে ধর্মীয় ও নৈতিক  শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: রামুতে বক্তারা

Ramu News Pic (2) 3.9.2016 (1)

নিজস্ব প্রতিবেদক:

‘সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ রুখে দিতে হলে নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর আরো বেশী গুরুত্ব দিতে হবে। জঙ্গিরা শুধু দেশ ও জাতির শত্রু নয়, তাদের মা-বাবারও শত্রু। আজকের প্রজন্ম-শিক্ষার্থীদের মনুষ্যত্ববোধের শিক্ষা দিতে হবে। মানুষ হয়ে আত্মমর্যাদাবান হওয়ার শিক্ষা দিতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা, ধর্মীয় জ্ঞান-চর্চা ও অনুভূতি নাই বলে, সন্ত্রাসবাদ-জঙ্গীবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে। এতে বিপদগামীরা সন্ত্রাসবাদে লিপ্ত হয়। অসৎ পথে অর্থ উপার্জন করতে গিয়েও অনেকে সন্ত্রাসবাদে লিপ্ত হয়। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ক্ষতি ও বিপদ সর্ম্পকে প্রজন্ম-শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। শিক্ষক-অভিভাবক উভয়কে শিক্ষার্থীদের আচার-আচরন ও চলাফেরায় সজাগ দৃষ্টি রাখতে হবে।’

শনিবার কক্সবাজারের রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বেলা ১২টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু থানা অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম। সভাপতিত্ব করেন বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম। বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসমাতুল এলাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক অসিম বড়ুয়া।

রামু উপজেলার রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসায় জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজারকুল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মুফিজুর রহমান মুফিজ।
রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবদুস সালাম নকশবন্দীর সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হারুনর রশিদের সঞ্চালনায় সমাবেশে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী তাতী লীগ রাজারকুল ইউনিয়ন শাখার সভাপতি এম,এ সালাম, দৈনিক পূর্বদেশ ও দৈনিক কক্সবাজার পত্রিকার রামু প্রতিনিধি সোয়েব সাঈদ, সাবেক ইউপি সদস্য শামসুল আলম।

এদিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা গ্রামে নব প্রতিষ্ঠিত আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান।  বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিটন বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আবছার কামাল, সাবেক ইউপি সদস্য আজিজুল হক, মহিলা ইউপি সদস্য আনার কলি, হাজ্বী নুরুল ইসলাম, নুর আহমদ, আইনজীবি সহকারি সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও গনিয়াকাটা জামে মসজিদের খতিব মাওলানা শফিকুর রহমান প্রমূখ।

একই দিন কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল হক।  এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ও সদস্য মাস্টার মুহাম্মদ ইউসুপ, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মমতাজ আহমদ আনসারী।  সমাবেশে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুরুল আবছার, সহকারি শিক্ষক সনজিত শর্মা, ওবাইদুল হক, মাইকেল পাল, রফিকুল ইসলাম, মো. নজিবুল আলম ও ওসমান গনি বক্তব্য রাখেন।

এছাড়াও এসব সমাবেশে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন