সন্তু লারমার হাট-বাজার বর্জনের প্রতিবাদে দু’বাঙালী সংগঠনের সংবাদ সম্মেলন

Rangamati Picture-30-07-15

ফাতেমা জান্নাত মুমু:
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা অসহযোগ আন্দোলনের নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে রাঙামাটিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন ও পার্বত্য গণপরিষদ।

বৃহষ্পতিবার সংগঠন দু’টির উদ্যোগে রাঙামাটি সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার আহম্মেদ, পার্বত্য গণপরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন চৌধুরী আলমগীর, পার্বত্য গণশ্রমিক পরিষদের আহবায়ক মোঃ রাসেল।

সংবাদ সম্মেলনে বক্তরা অভিযোগ করেন, আঞ্চলিক রাজনৈতিক দলগুলো সরকারের সুযোগ সুবিধা ভোগ করে সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে জনগণকে জিম্মি করার চেষ্টা করছে। এদের কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি আহবান জানান সংগঠনগুলোর নেতারা।

তাছাড়া সংবাদ সম্মেলনে পার্বত্য এলাকায় দ্রুত ভূমি জরিপ, বাঙালীদের বেদখলীয় জমি পুনরুদ্ধার ও পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যানের প্রদত্ত ক্ষমতা খর্ব না করা সহ সরকারের প্রতি ৭ দফা দাবি জানান বাঙালীদের এই দুটি সংগঠন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন