সকল প্রস্তুতি শেষ, সোমবার গুইমারার তিন ইউনিয়নে ভোট গ্রহন

6455646-copy

গুইমারা প্রতিনিধি:

সকল প্রস্তুতি শেষে প্রথম বারের মত সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলার ৩ ইউনিয়নের ভোট গ্রহন। উপজেলার ২৭টি কেন্দ্রের মধ্যে কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তবে গাড়ি চলাচলের ব্যবস্থা না থাকায় সিন্দুকছড়ি ইউনিয়নে ৫টি ও হাফছড়ি ইউনিয়নে ২টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন। এদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করতে মাঠে থাকবে ১৩টি মোবাইল টিম, পুলিশ ও বিজিবি’র ষ্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমান আদালত, আনসার-বিডিপি সহ প্রায় সব ধরণেন প্রশাসন। এছাড়াও প্রত্যন্ত দূর্গম এলাকাগুলোতে আইন-শৃংখলা রক্ষায় মাঠে থাকবে সেনাবাহিনীর টহল দল।

এবার ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন, সংরক্ষিত মহিলা আসনে ২৩জন ও সাধারণ সদস্য পদে ৮০জন প্রার্থী বিজয়ের লড়াইয়ে মাঠে প্রতিদ্বন্ধিতা করছে। উপজেলার তিনটি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৭৩৮১ জন।

গুইমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রিপন হোসেন জানান, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে নতুন উপজেলার আওতাধীন প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন