Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

সংশোধিত ভূমি আইন পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদের বিতাড়নের শেষ পেরেক: খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের নেতারা

Khagrachari Picture(06) 24-08-2016 copy

নিজস্ব প্রতিবেদক:

সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবীতে বুধবার সন্ধ্যায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ মশাল মিছিল ও মোমবাতি প্রজ্জলন কর্মসূচী পালন করেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজ গেইট এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে মোমবাতি প্রজ্জলন ও সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল।

সমাবেশে বক্তারা সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনকে সংবিধান বিরোধী ও পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদের বিতাড়নের শেষ পেরেক বলে আখ্যায়িত করে বাতিলের দাবী জানান।

উল্লেখ, গত ১ লা আগষ্ট প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভেটিং সাপেক্ষে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয় এবং ৯ আগষ্ট তা অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন