শেখ হাসিনার সরকার শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে  

ramu news & pic 29 01 201& (01) copy

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে পৃথকভাবে রবিবার অনুষ্ঠিত জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় এবং চাকমারকুল জারাইলতলি উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, সরকার বিভিন্নখাতে উন্নয়নের পাশাপাশি শিক্ষাখাতকে গণমূখী করতে ব্যাপকভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং শিক্ষা ক্ষেত্রে বেশ সুনাম অর্জন করেছে।

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সহিত বিভিন্ন যুগোপযোগী কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। বছরের প্রথম দিনে সারা বাংলাদেশে একযোগে প্রায় ৩৩ কোটি বিনামূল্যে পাঠ্যবই প্রদান করে সমগ্র বিশ্বে একটি মডেল শিক্ষা কর্মসূচী উপহার দিয়েছেন। উন্নয়নের ছোঁয়ায় দেশ এগিয়ে যাচ্ছে, রামু এগিয়ে যাচ্ছে, আমরা রামুকে উন্নয়নে ভরে দিতে চাই, রামুকে শিক্ষা শহর গড়তে চাই, চাই আপনাদের সহযোগীতা। বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আদর্শ ও সুনাগরিক হয়ে গড়ে উঠার আহ্বান জানান।

এদিকে সকাল ১১ টার দিকে জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান শিক্ষক আজিজুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামুর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা আবছার কামাল সিকদার, মীর মোশারফ হোসেন সিকদার, যুবলীগ নেতা নবীউল হক আরকান, পরিচালনা কমিটির সদস্য রশিদ সওদাগর, শাহেদ হোসেন, নুরুল ইসলাম মেম্বার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক তালেবুল্লাহ ছিদ্দিকী, নাছির উদ্দিন, বিদায়ী মানপত্র পাঠ করেন, ছাত্রী আজিজা আকতার, বিদ্যালয়ের পক্ষে মানপত্র পাঠ করেন তাজমিয়া ফাতেমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক মুজিবুল আলম।

পরে বেলা ১২ টার দিকে চাকমারকুল জারাইলতলি উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেণীতের নবাগত শিক্ষার্থীদের বরণ ও ২০১৬ সালে বিভিন্ন প্রতিযোগীতায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

জারাইলতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, সমাজ সেবক ও দানবীর গিয়াস উদ্দিন কোম্পানী, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল রহিম তহশীলদার, সদস্য আলহাজ্ব এনামুল হক, আবদুল হাই,  রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, যুবলীগ নেতা নবীউল হক আরকান, সাংবাদিক খালেদ হোসেন টাপু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাষ্টার আবদুল করিম, আফছার কামাল, আবদুল অদুদ, হাফেজ বারেক উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজমুল হক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন