শীতার্তদের পাশে পানছড়ির ইউপি চেয়ারম্যান

UP KAMBAL PIC copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন।

চলতি শীত মৌসুমে এ নিয়ে দ্বিতীয় বারের মতো চাকমা, ত্রিপুরা, মারমা, সাঁওতাল, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে পানছড়ি ইউপি। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ইউপি ভবন এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্ত পরিবারের সদস্যরা শীতবস্ত্র গ্রহণ করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আ. জব্বার ও বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাহার মিয়া।

শীতবস্ত্র নিতে আসা কয়েকজন বয়োবৃদ্ধ পার্বত্যনিউজকে জানান, এবারের মাঘের হাড়কাঁপানো শীতে কম্বল পেয়ে আমরা খুব খুশি। এটি শীত নিবারণে সহায়ক ভূমিকা পালন করবে। এ সময় ইউপির সকল ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন