শিলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠিত

পেকুয়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলার আওতাধীন শিলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার(১৭ নভেম্বর) বিকাল ৩টায় শিলখালী জারুলবুনিয়া স্টেশন চত্বরে ইউনিয়ন যুবদলের সভাপতি ও শিলখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু তাহের ফরহাদের পরিচালনায় এ সম্বেলন অনুষ্ঠিত হয়েছে।

ওই সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাস্টার জুবাইর আহমদ।

এতে বিশেষ অতিথি ছিলেন শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল কালাম, সিনিয়র সদস্য আব্দু রশিদ, আবু ছিদ্দিক, আছহাব উদ্দিন, আবু ছিদ্দিক এমইউপি, উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আজগর আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আহমদ শফি, উপজেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবু মুছা, বিএনপি নেতা কাইচার।

এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামশুল আলম, সিনিয়র সহ-সভাপতি সামশুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম মনু, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এনাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য আবাছ, ফরিদ, রাসেল, লিয়াকত, ইয়াছিন আরফাত রবিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাইয়মুল হাসান খোকন, ই্উনিয়ন শ্রমিকদলের সভাপতি মালেক, সাধারণ সম্পাদক তারেক, ছাত্রদলের সভাপতি আবদুল আলী, সাধারণ সম্পাদক কমল, যুগ্ম সম্পাদক আলামীন, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাইছার, সাধারণ সম্পাদক ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক কলিম উল্লাহ, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মুফিজ, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাইছার উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক কলিম উল্লাহ, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মুজাম্মেল হকসহ বিএনপির, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে মোহাম্মদ জয়নাল আবেদীনকে সভাপতি, মোহাম্মদ কুতুব উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, মনছুর আলমকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ  আবুল হোসেনকে যুগ্ম সম্পাদক, মোহাম্মদ জুবাইরকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় বলে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক আহমদ শফি এবং সাংগঠনিক সম্পাদক আবু তাহের ফরহাদের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে ওই কমিটির নেতৃবৃন্দরা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়ন যুবদল বরাবর প্রেরণ করার নিদের্শ দেওয়া হয়েছে।

সম্মেলনে বক্তরা বলেছেন দলীয় সরকারের অধীনে কোন ভাবে আগামী দিনের নির্বাচন হতে পারে না। সুষ্ঠ নিরপক্ষ নির্বাচন হলে বিএনপি অবশ্যই সরকার গঠন করবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন