শিক্ষা নগরী হিসেবে এগিয়ে যাচ্ছে রামু: এমপি কমল

রামু প্রতিনিধি:

বিগত ৫ বছরে রামুতে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। শিক্ষানগরী হিসেবে রামু এখন এগিয়ে যাচ্ছে। রামুর শিক্ষা ক্ষেত্রে মেরংলোয়ার রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অনন্য ভূমিকা পালন করছে।

ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণিল এ আয়োজন মাদ্রাসার জন্য যেমন স্মরণীয় হবে তেমনি ভবিষ্যৎ প্রজন্মও সুশিক্ষা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

শনিবার (১৬ মার্চ) মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন সাইমুম সরওয়ার কমল এমপি।

পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালায় ছিলো আনন্দ র‌্যালি, উৎসব স্মরণিকা ‘সৌহার্দ্য’ এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ প্রভৃতি।

সকালে আনন্দ র‌্যালি মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে চৌমুহনী স্টেশনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

এসময় তিনি প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানান।

মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসা প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী আয়োজক প্রাক্তন ছাত্রপরিষদের সভাপতি শামীমুল আরশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ।

প্রাক্তন ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ সাইফুল্লাহ ও সাবেক শিক্ষক মাওলানা আবুল ফয়েজ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীতাকুন্ড আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হোসাইন আহমদ আনসারী, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ্ আলম, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন কোম্পানি, মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা কবির আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সিকদার শফিউল্লাহ মনসুর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুনর্মিলনী স্মারক ‘সৌহার্দ্য’ এর মোড়ক উম্মোচন করেন।

এতে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রাক্তন ছাত্রপরিষদ সভাপতি শামীমুল আরশাদ।

এছাড়াও প্রধান অতিথি এমপি কমল মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

এসময় তিনি মাদরাসার জন্য আরও একটি নতুন একাডেমিক ভবন দেয়ার আশ্বাস দেন।

অতিথিবৃন্দের বক্তব্য এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ শেষে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠণ ‘কলরব’ ও ‘অনির্বাণ’ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। রাত ১২টা পর্যন্ত চলে মনোমুগ্ধকর এ আয়োজন।

অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: শিক্ষা নগরী হিসেবে এগিয়ে যাচ্ছে রামু: এমপি কমল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন