শিক্ষার প্রসারে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার: মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

শিক্ষার প্রসারে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, মেধার সঠিক বিকাশ ঘটাতে গেলে অবকাঠামোগত ও পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ দরকার। শহরের সকল সুযোগ সুবিধা প্রত্যন্ত গ্রামেও সৃষ্টি করতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার। সেই লক্ষ্যে প্রত্যন্তাঞ্চলের স্কুল-কলেজ-মাদ্রাসায় প্রয়োজনীয় অবকাঠামো তৈরী অব্যাহত রয়েছে।

কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন চারতলা ভবন ও পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের

চার কোটি টাকা ব্যয়েএকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন কালে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ ফিউল আলম এসব কথা বলেছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-কক্সবাজার জোনের অধীনে উন্নয়ন কাজ দু’টি বাস্তবায়ন করা হচ্ছে।

রবিবার (২০ জানুয়ারি) দুপুরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বুলবুল আক্তার, কক্সবাজার জোনের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃদুময় চাকমা, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলমকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। আগামী অর্থবছরের শেষান্তে এ উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন