শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে হবে

26.03.2017_Matiranga Alutila School NEWS Pic

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিবে এমন মন্তব্য করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেছেন, শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে হবে। তবেই তারা সুস্থ মানসিকতা সম্পন্ন সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে। তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। দেশের প্রতি ভালোবাসা জাগ্রত করে তুলতে হবে।

রোববার বেলা তিনটার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের আলুটিলা নিম্ম-মাধ্যমিক বিদ্যালয়, আলুটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আলুটিলা এবতেদায়ি মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলুটিলা নিম্ম-মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলুটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম ও মাও. আবদুল জলিল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন