Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

শিক্ষার্থীদেরকে স্ব-স্ব মেধার বিকাশ ঘটাতে হবে: মনিরুজ্জামান বকাউল

11040229_780892105338412_966833394_n copyমাটিরাঙ্গা প্রতিনিধি :

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল বলেন, মেধাবীদের খুঁজে বের করে তাদের যথাযথ মূল্যায়নের জন্যই সরকার দেশব্যাপী ‘সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে। তিনি শিক্ষার্থীদেরকে স্ব-স্ব মেধার বিকাশ ঘটানোর মাধ্যমে দেশ সেরা মেধাবী নির্বাচিত হওয়ার আহবান জানান। তিনি বলেন, কেউ মেধাবী হয়ে জন্মায় না, মেধা অর্জন করতে হয়।

তিনি অবহেলিত প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাটিরাঙ্গায় অনুষ্ঠিত ‘সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৫’ উদ্বোধনকালে বক্তব্যে এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ১১টি মাধ্যিমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মাটিরাঙ্গা উপজেলা থেকে ভাষা ও সাহিত্য বিষয়ে ‘ক’ গ্রুপে মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের তাসনিম বিনতে ইমাম, ‘খ’ গ্রুপে মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের আবরার আল সিয়াম ‘গ’ গ্রুপে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের মাহমুদুল হাসান সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হয়েছে। একই ভাবে বিজ্ঞান বিষয়ে ‘ক’ গ্রুপে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের খাদিজা কানিজ, ‘খ’ গ্রুপে মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের পারভেজ রহমান ‘গ’ গ্রুপে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের রাসেল মাহমুদ সেরা মেধাবী নির্বাচিত হয়। গণিত ও কম্পিউটার বিষয়ে ‘ক’ গ্রুপে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের হাসনাইন মাহমুদ আবরার, ‘খ’ গ্রুপে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের সায়েম উদ্দিন, ‘গ’ গ্রুপে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের মো: তাজুল ইসলাম সেরা মেধাবী নির্বাচিত হয়। এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ‘ক’ গ্রুপে গুইমারা উচ্চ বিদ্যালয়েল মো: রবিউল আলম, ‘খ’ গ্রুপে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের মো: চালেহ আহাম্মদ শাকিল, ‘গ’ গ্রুপে তবলছড়ি গ্রীনহিল কলেজের তানজিনা আকতার সেরা মেধাবী নির্বাচিত হয়।

পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে তিনটি গ্রুপে চারটি বিষয়ে নির্বাচিত ১২ সেরা মেধাবীর মাঝে পুরস্কার হিসেবে প্রাইজমানি ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল‘র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সহকারী জেলা শিক্ষা অফিসার নির্মল কুমার চাকমা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ আহমেদ, মাটিরাঙ্গা ইসলামিয়া সিনিয়র মাদরসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্যাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসেম, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রেজাউল করিম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয় তৃতীয়বারের মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন