শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরে এসেছে: কুজেন্দ্র লাল ত্রিপুরা

গুইমারা প্রতিনিধি:

শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে বর্তমানে শান্তি ফিরে এসেছে। এই সরকারের অধীনে চুক্তির সকল ধারা বাস্তবায়িত হবে। তাই সকলে মিলে সরকারকে সহযোগিতা করলে শান্তি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সরকার অপার সম্ভাবনাময়ী এই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

শনিবার (২ ডিসেম্বর) সকালে গুইমারা রিজিয়ন এর উদ্যোগে পার্বত্য চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষ্যে গুইমারা হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষ্যে গুইমারা রিজিয়নের উদ্যোগে গুইমারা বাজার থেকে রিজিয়ন মাঠ পর্যন্ত বর্নিল সাজে সাজানো হয়েছে। রিজিয়ন মাঠে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা আনন্দ র‌্যালি শেষে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তির উদ্বোধন করেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য কালে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার এম কামরুজ্জামান , এনডিসি, পিএসসিজি বলেন, পার্বত্য  চট্রগ্রামের জন্য হুমকি স্বরুপ এমন কোন গোষ্ঠীকে পাহাড়ে কখনো মাথা উচু করে দাঁড়াতে দেওয়া যাবেনা। পার্বত্য চুক্তির ধারাগুলোকে পূর্নাঙ্গ বাস্তবায়ন করতে হলে পাহাড়ি বাঙ্গালী সকলকেই জোরালো ভূমিকা রাখতে হবে। পাহাড়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাইলে সকলের প্রচেষ্টায়  চাঁদাবাজদের চাঁদাবাজী বন্ধ করতে হবে। ব্রিজ নির্মাণ যদি চাঁদাবাজদের কারণে বন্ধ হয়ে যায়, তাহলে উন্নয়ন ব্যাহত হবে, যাতায়াত ব্যবস্থা ভালো হলে, আপনার সন্তান সুশিক্ষিত হবে। চিকিৎসা সেবার মান উন্নত হবে। তাই চাঁদাবাজদের বিরুদ্ধে সকলকে অবস্থান নিতে হবে। তাহলেই সম্ভাবনার পার্বত্য অঞ্চল গড়ে উঠবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, বর্ড়ার গার্ডের গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল্লাহ আল মামুন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামসের উদ্দিন পিএসসি জি, ৪৩ বর্ডার র্গাড ব্যাটালিয়ন রামগড় জোন অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি, মাটিরাঙ্গা পৌর মেয়র  সামসুল হক, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু র্মামা, মানিকছড়ি উপজেরা চেয়ারম্যান ম্রাগ্য মার্মা, লক্ষী ছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, মানিকছড়ি গিরী মৈত্রি কলেজের অধ্যক্ষ দাথোইপ্রু মার্মা, গুইমারা, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষীছড়ি  উপজেলার স্কুল কলেজের শিক্ষক , উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গুইমারা উপজেলার ইউপি চেয়ারম্যানসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে গুইমারা রিজিয়নের উদ্যোগে এলাকাবাসীর আনন্দ উপভোগের লক্ষ্যে রিজিয়ন মাঠে  দুই দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার ঘোষণা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন