শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

pekua pic bitti examination 20-11-15

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া
মাওলানা ছাঈদুল হক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের পৃষ্টপোষকতায় অনুষ্টিত শহীদ জিয়া মেধা বৃত্তি পরীক্ষা পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়াসহ তিন উপজেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

২০ নভেম্বর অনুষ্টিত শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪৭৮ জন, চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৬২৫ জন, মালুমঘাট আইডিয়েল স্কুলে পরীক্ষার্থী ছিল ২৯৯ জন ও কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৯০৮ জনসহ সর্বমোট ২৩১০ জন পরীক্ষার্থী ছিল। এ দিকে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে শিক্ষার্থী ছিল ১৫৪ জন, ৪র্থ শ্রেণীতে ১৫৬ জন, ৬ষ্ট শ্রেনীতে ৮৯ জন, ৭ম শ্রেনীতে ৫২ জন। মাদ্রাসা পর্যায়ে ৬ষ্ট ও ৭ম শ্রেনীতে ছিল ২৭ জন পরীক্ষার্থী।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন আবুল হাসেম, হল সুপার অধ্যাপক আজিজুল হক, চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, হল সুপার ছিলেন অধ্যাপক আবদুল মান্নান, মালুমঘাট আইডিয়েল স্কুলে কেন্দ্র সচিব ছিলেন আবদুল মালেক, হল সুপার ছিলেন অধ্যাপক শাহাব উদ্দিন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম, হল সুপার ছিলেন বদরুল এনাম।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার হল পরিদর্শন করেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, শহীদ জিয়া মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক এ,এম ফরিদুল আলম চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবুল হাসেম, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন