শরীর সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই: রিয়াজ উল আলম

ramu-news-reaz-ul-pic-29-11-201601

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু থানায় শীতকালীন ব্যাডমিন্টন খেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায়  রামু থানা প্রাঙ্গনে ওসি প্রভাষ চন্দ্র ধরের সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে খেলার উদ্বোধন করেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা রিয়াজ উল আলম।

তিনি ক্রীড়া বিনোদনের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করায় রামু থানা ওসি প্রভাষ চন্দ্র ধরকে ধন্যবাদ জানিয়ে বলেন, শরীর সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। ব্যাডমিন্টন একটি সৌখিন খেলা হলেও এর গুরুত্ব যথেষ্ট রয়েছে। একজন ভালো খেলোয়াড় হতে পারলে দেশে-বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে সক্ষম হবে।

উদ্বোধনী অনু্ষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আবুল হোসেন কোম্পানী, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি, প্রকৌশলী মাসুম আল মামুন, আওয়ামী লীগ নেতা মীর কাশেম হেলালী, আবাসিক প্রকৌশলী পিডিবি আশোক কুমার নাথ, রামু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামুর বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, রামু থানার তদন্ত কবির হোসেন, ফতেখাঁরকুলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, নুরুল হক কোম্পানী, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী জামাল কোম্পানী, যুবলীগ নেতা নবীউল হক আরকান।

এছাড়াও ছিলেন এলজিইডির সহকারী উপ-প্রকৌশলী আবোজ উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন, রামু প্রেস ক্লাবের প্রতিনিধি সাংবাদিক খালেদ হোসেন টাপু, যুবলীগ নেতা ওসমান গনি, ব্যবসায়ী মোঃ শাহ ও আবদুল্লাহ প্রমুখ। উদ্বোধনী ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন রেফারী ওমর ফারুক মাসুম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন