লামায় হাতির আক্রমণে এক নারী নিহত

হাতি

লামা প্রতিনিধি:

বান্দরবানের লামায় সরই ইউনিয়নে বৃহস্পতিবার ভোররাতে বন্যহাতির হামলায় এক রাবার বাগানের নারী শ্রমিক নিহত হয়। নিহত অসারুং ত্রিপুরা (৫২) গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড গতিরাম ত্রিপুরার পাড়ার সাজারাম ত্রিপুরার স্ত্রী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ১০ থেকে ১১টি বন্যহাতির দল সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঢেঁকিছড়ার আগা এলাকায় লামা রাবার গ্রুপের রাবার বাগানে হামলা চালায়। বাগানের শ্রমিক থাকার ৩টি বসতঘর ভাংচুর করে। এ সময় ঘরে থাকা নারী শ্রমিক অসারুং ত্রিপুরা পালিয়ে যেতে না পারায় ঘরবাড়ি ভাংচুরের সময় ঘরের চাপায় পড়ে মারা যায়। পরে বন্য হাতির দল লাশটিকে আঁচড়িয়ে ক্ষতবিক্ষত করে। হাতির পালটি কয়েকঘন্টা যাবত তা-ব চালায়। স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করতে লামা থানাকে বিষয়টি অবহিত করে।

বন্যহাতির হামলায় অসারুং ত্রিপুরা নিহতের সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, হাতির পালটি এলাকায় অবস্থান করার কারণে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২৯শে মে রবিবার একই সরই ইউনিয়নের ধূইল্যা পাড়ায় বন্যহাতির হামলায় মেহেরুন্নেছা (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এছাড়া নিহতের মা আমেনা বেগম (৪৫) ও ছোট বোন তাসিয়া বেগম (৫) আহত হয়। নিহত মেহেরুন্নেছা সরই নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

দীর্ঘ দীন যাবত সমগ্র লামা উপজেলায় কোম্পানী বনায়নের নামে শত শত একর পাহাড় ধ্বংস করে বন আইন অমান্য করে রবার প্লান্টেশনসহ নামে বেনামে পাহাড় দখল করে বন উজাড় করছে। যার কারণে হাতির আবাসস্থল ধ্বংস ও খাদ্য সংকট দেখা দেওয়ার কারণে প্রায় সময় লোকালয়ে প্রবেশ করে বন্যহাতির দল প্রাণহানিসহ জান মালের ব্যাপক ক্ষতি সাধন করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন