লামায় পাহাড় ধ্বসে নিহত ৪, নিখোঁজ ২, আহত ৩

35127

স্টাফ রিপোর্টার:

বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড় ধ্বসে ৪ জন নিহত ও ২ জন হয়েছে। একই ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।

সূত্র জানিয়েছে টানা ১০ দিন ধরে অবিরাম বর্ষণে লামা উপজেলা জনগণ পাহাড় ধসের আশঙ্কায় আতঙ্কিত ছিল। শুক্রবার রাত দেড়টার দিকে বান্দরবানের লা্মা উপজেলার লামা হাসপাতাল পাড়ায় পাহাড়ের উপর অকষ্মাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে এমসময় পাহাড় ধ্বসের ঘটনা ঘটলে পাহাড়ের পাদদেশে অবস্থানকারী তিন ঘুমন্ত পরিবারের মধ্যে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়। একই ঘটনায় আরো দুজন নিখোঁজ রয়েছে। নিহতরা হচ্ছে রোজিনা বেগম( ২৯), আমেনা বেগম (৩০),  ও সাগর আহমেদ (১৪), সাজ্জাদ (৪)। নিখোঁজ দুই জন নাম  বসির আহমেদ(৬০),  ফাতেমা (১০)।  গুরুতর আহত ৩জন হচ্ছে, আরাফাত (১৫), দুলু মিয়া (৭০), জয়তুন বেগম (৬৫)। এরমধ্যে নিহত সাজ্জাদ ও নিখোঁজ ফাতেমা নিহত রোজিনা বেগমের সন্তান।

সেনাবাহিনী ও ফায়ার ব্রিগ্রেড ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন লামা উপজেলা নির্বাহী অফিসার, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, পৌর মেয়র আমির হোসেন। বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশহ্লা প্রু চৌধুরী ও সদস্য মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে ইতোমধ্যে জেলা সদর থেকে রওনা হয়েছেন বলে জানা গেছে।

এদিকে টানা ১০ দিনে বর্ষণে লামা শহরের বিভিন্ন এলাকা এখন ৮-১০ ফুট পানিতে নিমজ্জিত। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় শহরে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা অপ্রতুল ত্রাণ তৎপরতার অভিযোগ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন