লামায় কৃষকদের সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:

কৃষকের মাঝে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের সেবা পৌঁছে দেয়ার লক্ষে বান্দরবানের লামা উপজেলায় মতবিনিময় সভা করেছে বেসরকারি সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রকল্পের উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলী হোসাইন।

সভায় এগ্রো সার্ভিস সেন্টারের উপ-সহকারী পরিচালক নয়ন খ্রীস্টফার মার্মা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজী, কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ইয়াহিয়া আহমেদ, প্রাণিসম্পদ অধিদফতরের ভিএফএ মো. ইসমাইল হোসেন ও ব্র্যাক ম্যানেজার মো. জসিম উদ্দিন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লামায় কৃষকদের সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতবিনিময়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন