Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

লবন মাঠ দখল নিয়ে সংঘর্ষে শ্রমিকলীগ নেতাসহ আহত ৬

mukul-copy

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় লবন মাঠ দখল-বেদখল নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে জেলা শ্রমিকলীগ নেতাসহ ৬ জন আহত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে বড়ঘোপ মিয়ার ঘোনা নামক স্থানে এ সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়ঘোপ আজম কলোনির উত্তর পার্শ্বে স্থানীয় ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের  আওতাধীন প্রায় এক‘শ একর লবন মাঠ দীর্ঘ দিন ধরে প্রান্তিক চাষিরা একসনা লাগিয়ত নিয়ে চাষ করে আসছিল। চলতি বছর স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের আওতায় লবন জমি জেলা শ্রমিকলীগ‘র যুগ্ন সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল সংশ্লিষ্ট উর্ধ্বতন মহল থেকে লীজ নেয়ার দাবিতে দখল করে নেন কিছু দিন আগে। দরিদ্র লবন চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বড়ঘোপ ইউপি চেয়ারম্যান জেলা আ‘লীগ নেতা এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর দ্বারস্থ হন তারা। ওই লবমাঠ পূণরুদ্ধারে শনিবার সকালে চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী, লবন চাষি মাঠে গেলে শ্রমিকলীগ নেতা মুকুলের নেতৃত্বে সেখানে দু‘গ্রুপ মুখোমুখী অবস্থান নেয়। এক পর্যায়ে একাধিক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন হলে দু‘গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় অনেকে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিয়ে রক্ষা পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে চেয়ারম্যানের গ্রুপ উপজেলা সদরে ফিরে আসার সময় কিছু উশৃঙ্খল যুবকরা হাসপাতাল গেটে মুকুলের বসার জায়গাসহ তার আস্থাভাজন-আত্মীয়ের ২-৩ টি দোকান ভাঙচুর করে বলে স্থানীয়রা জানান।

সংঘর্ষে জেলা শ্রমিক নেতা মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল (৫২),আজম কলোনীর রেজাউল করিম(২৭), পরান সিকদার পাড়ার জালাল মিয়া(১৯), একই পাড়ার জহির উদ্দিন (৫৫) রিক্সা চালক আজম (১৬) ও  জামাল উদ্দিন(৪০) আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করা হয় বলে হাসপাতাল সূত্র জানায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) অং সা থোয়াই বলেন, লবনের মাঠ নিয়ে দু‘পক্ষের মুখোমুখী অবস্থানের খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় বড় ধরণের ঘটনা ঘটতে পারেনি। এ ছাড়া ঘটনায় কোন পক্ষ থানায় মামলা কিংবা অভিযোগ দেননি বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন