লক্ষ্মীছড়ি হাইস্কুলে এসএসসি’র ফলাফল বিপর্যয়: পাশের হার ৩৮.০৪ভাগ

এসএসসি পরীক্ষা

মোবারক হোসেন:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি মডেল হাইস্কুলে ঘোষিত এসএসসি’র ফলাফলে এবারো বিপর্যয় ঘটেছে বলে জানা গেছে।

শনিবার লক্ষ্মীছড়ি হাইস্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, ৯২জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫জন পাশ করেছে। পাশের হার ৩৮.০৪ ভাগ।

এর মধ্যে নিয়মিত ৪৫জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১১জন পাশ করে। বিজ্ঞান বিভাগে ২জন, মানবিক বিভাগে ৬জন এবং বাণিজ্য বিভাগে ৩জন পাশ করে। বাকি ২৪জন পাশ করে বিগত বছরের এফ গ্রেড থেকে।

এসএসসি পরীক্ষার এ ফলাফলে অভিভাবকরা হতাশ। এছাড়াও জিপিএ-৫ পায়নি কেউ। সর্বোচ্চ পয়েন্ট রয়েছে ৩.৬১ এবং সর্ব নিন্ম পয়েন্ট ১.৬৩। বেশির ভাগ ছাত্র-ছাত্রীর পয়েন্ট রয়েছে জিপিএ-২ এর বেশি নয়। গত বছর পাশের হার ছিল সামান্য বেশি প্রায় ৪৪%।

এদিকে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে অপসারণ ও অনিয়মতান্ত্রিকভাবে গঠিত বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবিতে ৫ মে থেকে এখনো পর্যন্ত প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলছে। সেই থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিগত বেশ কয়েক বছর ধরে ধারবাহিকভাবে ফলাফল বিপর্যয় এবং দিন দিন শিক্ষার মান নিন্মগতির প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছে সচেতন মহল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন