লক্ষ্মীছড়িতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

6R76n87RM copy

নিজস্ব প্রতিবেদক:

উপজেলা পর্যায়ে ৪৫তম জাতীয় স্কুল ও মাদরাসায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০১৬ চূড়ান্ত পর্বের সবকটি বিষয়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় গত ১৬ আগস্ট এ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সূত্রে জানা যায়, ফুটবল প্রতিযোগীতায় অংশ নেয় ৪ টি দল। তার মধ্য হতে বর্মাছড়ি জুনিয়র হাই স্কুলকে হারিয়ে মডেল উচ্চ বিদ্যালয় মহিলা দল এবং দুল্যাতলী জুনিয়র হাই স্কুলকে হারিয়ে লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার উপজেলা ভাইস চেয়ারম্যান ও লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অংগ্য প্রু মারমা উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. সফিউল আলম, লক্ষ্মীছড়ি থানার এসআই নুরুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো. মোবারক হোসেন, রেফারী ডা. মো. দেলোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, এছাড়াও সাঁতার প্রতিযোগীতায় ছাত্রদের মধ্য হতে লক্ষ্মীছড়ি মডেল হাই স্কুলের নয়ন মারমা ও ছাত্রীদের মধ্য হতে দুল্যাতলী জুনিয়র হাই স্কুলের নিলাবাই মারমা প্রথম স্থান অধিকার করেন। বিজয়ী প্রতিযোগীরা জেলা পর্যায়ে অংশ গ্রহণ করে কৃতকার্য হলে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা করার সুযোগ পাবে বলে আয়োজকরা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন