লংগদুতে ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান।

এসময় লংগদু কলেজের প্রভাষক খন্দকার হাসান আলী, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক শফিউল হুদা, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. নুর আলম সহ বভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উদ্যোগে দশটি স্টল স্থান পায়। অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শণ করেন এবং শেষে তিনটি সেরা স্টল নির্বাচিত করেন। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে সেরা প্রকল্প ও স্টল নির্বাচিত হয়েছে স্কুল পর্যায়ে ১ম স্থান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় প্রকল্প-মোটর পাম্প, ২য় স্থান মাইনীমুখ মডেল হাই স্কুল-প্রকল্পের নাম সৌর কুকার, ৩য় স্থান গাঁথাছড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা প্রকল্প-ফাস্ট নেটওয়ার্ক। কলেজ পর্যায়ে ১ম স্থান বিদ্যুৎ সাশ্রয়ী লোকাল লাইট তৈরি প্রকল্প হাবিবুর রহমান (১ম বর্ষ), ২য় স্থান হাইড্রোলিক লিপ্ট তৈরি প্রকল্প- মো. ইব্রাহীম মিয়া (১ম বর্ষ), ৩য় স্থান হয়েছেন ফায়ার ডিটেক্টর তৈরি প্রকল্প যৌথ আবিদা সুলতানা ও অজুফা (১ম বর্ষ), কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের দশ শ্রেণির ছাত্র যোবাইর হাসান, ২য় মাইনীমুখ মডেল হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র মামুনুর রশীদ, ৩য় হয়েছে করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয় ক্লিন্টন চাকমা।

শেষে মেলা সমাপনী উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা প্রধান সড়ক ঘুরে পুনরায় মেলায় গিয়ে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন