লংগদুতে জোন কমান্ডার্স কাপের চ্যাম্পিয়ন মাইনীমুখ একাদশ

img_20161230_170015-3333333333333333-copy

লংগদু প্রতিনিধি:

লংগদু উপজেলার জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা জোন সদর মাইনীমুখ আর্মীক্যাম্প মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মাইনীমুখ ইউনিয়ন একাদশ খেদারমারা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার, বিকাল তিনটায় জোনের মাঠে অনুষ্ঠিত জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে জোন কমান্ডার লে. কর্ণেল আব্দুল আলীম চৌধুরী পিএসসি প্রধান অতিথি হিসেবে মাইনীমুখ ইউনিয়ন একাদশের খেলোয়াড়দের নিকট চ্যাম্পিয়ন ট্রপি ও নগদ বিশ হাজার টাকা এবং খেদারমারা ইউনিয়ন একাদশের খেলোয়াড়দের নিকট রানার্স আপ ট্রপি ও নগদ দশ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেন।

এসময় তিনি বলেন, আমি সত্যি অভিভূত। এ ফুটবল খেলা দেখতে এতো দর্শকের সমাগম হওয়ায়। যারা ফুটবল খেলেছে তারা খেলায় অত্যান্ত নৈপুন্যতা দেখিয়েছে। লংগদুর মত দূর্গম এলাকায় ভালোমানের খেলোয়াড় আছে। একে অপরের সহমর্মিতা ও সহবাস্থানে থাকলে এ এলাকায় খেলাধুলার বিকাশ ঘটবে। তিনি এ অঞ্চলে পেশাদার খেলোয়াড় তৈরী হওয়ার জন্য খেলোয়াড়দের নিয়মিত অনুশীলণ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, লংগদু থানার অফিসার ইনচার্জ মো. মোমিনুল ইসলাম, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, খেদারমার ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, লংগদু সদর ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা (আদু), আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য প্রভাষক হারুনুর রশীদ সহ বিভিন্ন সেনা কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

খেলার প্রথমার্ধে উভয় দলই কোন গোলের দেখা পায়নি। খেলার ২য়ার্ধে মাইনীমুখ ইউনিয়ন একাদশের খেলোয়াড় মিজানুর রহমান এক মাত্র গোলটি করে দলকে চ্যাম্পিয়ন করেন। এদিকে মাঠে নৈপূণ্য খেলা প্রদর্শণের কারণে মাইনীমুখ একাদশের খেলোয়াড় মো. মিরাজ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠে অন্তত চার হাজার দর্শকের সমাগম ঘটে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন