রোয়ানু ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনে মহেশখালীতে ৩কোটি টাকার প্রকল্প এনজিও সংস্থা মুক্তি’র

img_1542-copy

মহেশখালী প্রতিনিধি:

প্রাকৃতিক দূর্যোগ রোয়ানু ক্ষতিগ্রস্থদের পূণর্বাসনে  ৩ কোটি টাকার প্রকল্পের কার্যক্রম শুরু করেছে । ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় ইকো এর অর্থায়নে কক্সবাজার জেলার ঘূর্নিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্থ মানুষের পূর্নবাসন সহায়তা প্রকল্পটি চালু করেন মুক্তি কক্সবাজার।

সোমবার সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ হল রুমে মুক্তি কক্সবাজার এর সম্বনয়কারী পুলিন বিহারী দাশ এর সভাপতিত্বে প্রকল্পের পরিচিতি সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম। সভার শুরুতে কুরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে  উপস্থাপন করেন কর্মকর্তা অসুক কুমার সরকার। রোয়ানু ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মৌলিক প্রয়োজনীয়তা পূরনের মাধ্যমে দূদর্শা কমানো। রোয়ানো ক্ষতিগ্রস্থ পরিবারের খাদ্য, পানি, পয়ঃনিস্কাশন অন্যান্য চাহিদা পুরনে সক্ষমতা বৃদ্ধি কার ১ সেপ্টেম্বর ২০১৬ হতে জানুয়ারী ১৭ সাল পর্যন্ত প্রকল্পের কাজ চলবে বলে পরিচিতি সভায় অবহিত করেন।

তিনি আরো জানান প্রকল্পের  আওতায় ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবার, প্রতিবন্ধী, দুগ্ধদান, গর্ভবতী মহিলা, প্রবীন অসুস্থ, মহিলা প্রধান পরিবার, স্বামী পরিত্যক্ত, বিধবা মহিলা, ঘূর্নিঝড়ের কারনে অন্যত্রে বসবাসকারী , পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সংখ্যালঘু পরিবার অগ্রধিকার পাবেন। ধলঘাটার ১৪৫৫টি পরিবার, কমিউনিটি ল্যাট্রিন, টিউবওয়েল মেরামত বিশুদ্ধকরণ হাইজিন সচেতনতা মূলক কাজে ৩ কোটি ৭৮লক্ষ টাকা ব্যায়ে কর্মসূচি বাস্তবায়ন করবে মুক্তি কক্সবাজার।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, ক্রিশ্চিয়ান এইড এর প্রজেক্ট ম্যানেজার ফজলুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক শাহাজান সিরাজ, রিক সংস্থার ম্যানেজার রাশেদুল আনোয়ার, সূর্যের হাসির ম্যানেজার সাজ্জাত হোসেন চৌধুরী, সমাজ সেবার প্রতিনিধি ওমর ফারুক, মহিলা বিষয়ক অফিসের প্রতিনিধি শারমিন আকতার বিউটি , ধলঘাটা আকতার হোসেন মেম্বার প্রমূখ।

প্রধান অতিথি বলেন, ধলঘাট ইউনিয়নের মানুষের দূঃখ দূর্দশার কথা চিন্তা করে ক্রিশ্চিয়ান এইড যে জন কল্যানে মানবিক সহায়তার প্রকল্প শুরু করেছে তা যেন দূর্নীতি ও স্বজন প্রীতি মুক্ত হয় সে বিষয়ে সংশ্লিষ্ট এনজিওকে নজরদারী করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন