রোয়াংছড়িতে ৩ হাজার ৫২৪জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে

রোয়াংছড়ি প্রতিনিধি:

সারা দেশের ন্যায় বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ২০২টি কেন্দ্রের মধ্যে ৪৬১জন শিশুকে নীল রঙের এবং ৩,০৬১জন শিশুকে লাল রঙের জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

প্রত্যেকটি কেন্দ্রে সরেজমিনে ৬-১১ মাস বয়সের শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়াতে দেখা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী, পরিদর্শক, পরিদর্শিকাসহ এ কর্মসূচিতে বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য কর্মীরা ও সহযোগিতা দিতে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য কমপ্লেক্স, বাস স্টেশন কেন্দ্র দেখা যায় পর্যাপ্ত পরিমানে লোকবল নিয়োগ করে প্রত্যেক শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল।

বান্দরবান জেলা সিভিলসার্জন ও স্বাস্থ্য তত্তাবধায়ক মো. নবাব মিয়া ও স্বাস্থ্য পরিদর্শক উথোয়াইখয় মারমা বলেন, প্রতিবছর ও সারা দেশের ন্যায় প্রত্যেকটি শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এবারের মধ্যে প্রায় ৩ হাজার ৫৬১জন শিশুকে খাওয়ানো হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন