রোয়াংছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

রোয়াংছড়ি প্রতিনিধি:

উৎসব মুখর পরিবেশে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ২৬ মার্চ সকালে সূর্যদয় সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সোমবার সকাল ৮টা রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ক্যবামং মারমা। পরে কুচকাওয়াজ প্যারেডে পরিদর্শনের মাধ্যমে সালাম গ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানে নির্বাহী অফিসার মো. দিদারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সালেহ্ সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা পুলুপ্রু মারমা প্রমুখ।

এছাড়া নোয়াপতং ইউপি চেয়ারম্যান উবাপ্রু মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শামছুর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, উপজেলা প.প. কর্মকর্তা শান্তিজয় তঞ্চঙ্গ্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার রাশেদুল আলম, উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার নুরনবী ও ৫শতাধিক ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে রোয়াংছড়ি কলেজ, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা এবং সাস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন