রোয়াংছড়িতে পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে র‌্যালি ও গণসমাবেশ

রোয়াংছড়ি প্রতিনিধি:

পার্বত্য শান্তিচুক্তির দুই দশক পূর্তিতে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা জনসংসহতি সমিতির (জেএসএস) উদ্যোগে উপজেলা ওয়াগ্গা পাড়ায় র‌্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গণসমাবেশ অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলায় শাখা জনসংসহতি সমিতি (জেএসএস) সভাপতি অংশৈমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শাখা সাংগঠনিক সম্পাদক শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা জনসংসহতি সমিতি (জেএসএস) সাধারণ সম্পাদক মঙ্গল কুমার তঞ্চঙ্গ্যা, আলেক্ষ্যং ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য ভারতসেন তঞ্চঙ্গ্যা, উপজেলা উইমেন্স ফেডারেশন সাধারণ সম্পাদিকা ভাগ্যলতা তঞ্চঙ্গ্যা, উপজেলা শাখা জনসংসহতি সমিতি সদস্য বিজয় কুমার তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি সদর ইউপির শাখা জনসংসহতি সমিতি (জেএসএস) শাখা সভাপতি ও রোয়াংছড়ি সদর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য মেচিংঅং মারমা প্রমুখ।

অন্যদিকে পৃথকভাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে পার্বত্য শান্তিচুক্তির দুই দশক পূর্তি উপলক্ষ্যে শোভা যাত্রা করেন। গণসমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির দীর্ঘ দুই দশক অতিবাহিত হয়ে গেলেও তার পূর্ণ বাস্তবায়ন করেননি সরকার বরং বিভিন্ন ধরনের তাল বাহানা করে চলেছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছরে ৭২টি ধারার মধ্যে অধিকাংশ ধারাই এখনো অবাস্তবায়িত অবস্থায় আছে। আদিবাসীদের ভূমি রক্ষায় দীর্ঘ দিনের দাবি আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি সরকার।

বর্তমান ক্ষমতাসীন মহাজোট সরকারের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ তাদের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি। এতে আদিবাসীরা ভূমি থেকে উচ্ছেদ হয়ে দেশ ত্যাগে বাধ্য হতে পায়তারা করেছে। এসময় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা শাখা জনসংসহতি সমিতি (জেএসএস) শতাধিক নর-নারী ও নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন