Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রোয়াংছড়িতে কলেজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও মহা সাংগ্রাইং সমাপনী অনুষ্ঠিত

Wzyyy copy

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানে রোয়াংছড়িতে দুই কোটি টাকা ব্যয়ের প্রকল্পে রোয়াংছড়ি কলেজের সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন, একাডেমি ভবন, শ্রেণি কক্ষ ও ছাত্রবাস নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এরপরে মহা সাংগ্রাইং সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। উৎসাহ উদ্দীপনায় ও উৎসব মুখর পরিবেশের শেষ হয়েছে।

মহা সাংগ্রাইং পোয়ে ছিল ঐতিহ্যবাহী পিঠা তৈরি, বিভিন্ন সম্প্রদায়ের মারমা, তঞ্চঙ্গ্যা, বম, খেয়াং, খুমি, ম্রো সাংস্কৃতিক নাচ, গান, হরেক রকম খেলাধুলা ইত্যাদি। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট সহযোগিতায় ও রোয়াংছড়ি উৎসব উদযাপন কমিটির উদ্যোগে মহা সাংগ্রাইং ৫ দিনব্যাপী আয়োজিত সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপির বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে এটা একটা শান্তি চুক্তি ফলপ্রসূ। বাঙালী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান যার যার ধর্ম শান্তি ও নিরপেক্ষভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। সম্প্রীতি মানুষ হিসেবে এতে কোন বাঁধা নেই।

মহা সাংগ্রাইং উৎসবকে ঘিরে জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট সহযোগিতায় রোয়াংছড়িতে এ প্রথম লোকজ মেলা হিসেবে বিভিন্ন সাম্প্রদায়িক সংস্কৃতির আত্মপ্রকাশ তুলে ধরা হচ্ছে। তা না হলে পুরানো সংস্কৃতিকগুলো হারিয়ে যেতে উপক্রম হয়ে পড়েছিল। যেসব মারমাদের সংস্কৃতিতে ছিল ওই সব ধীরে ধীরে বিলুপ্তির পথে যাচ্ছে। এ ধরণের অনুষ্ঠানের মধ্যদিয়ে বিলুপ্ত হওয়া সংস্কৃতিগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা প্রয়োজন বলেও মনে করেন।

তিনি আরও বলেন, ছেলে-মেয়েরা লেখা পড়ার পাশাপাশি ওই সব নিজ নিজ সংস্কৃতিগুলোকে জানতে হবে। শুধু তাই নয় নিজেকে সম্মান পেতে হলে অন্যকে সম্মান করতে হবে। জাতিগোষ্ঠীকে টিকিয়ে রাখতে হলে এ সংস্কৃতিগুলো সকলেরই জানা দরকার। সকালে আয়োজিত দিনব্যাপী মহা সাংগ্রাইং সমাপনী অনুষ্ঠানের ৩৩৮নং রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিংপ্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. অংশৈপ্রু মারমা, পরিবার পরিকল্পনা উপপরিচালক ডা. অংচালু, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মারমা, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যান, জেলা পরিষদ সদস্য সিংয়ইম্রো, বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউটর পরিচালক মংনুচিং মারমা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাউসাং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, রোয়াংছড়ি নির্বাহী অফিসার মো. দাউদ হোসেন চৌধুরী, সাইংগ্রাইং পোয়ে উদযাপন আহ্বায়ক কমিটি সভাপতি ও রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর আলীর (ওসি)।

এছাড়াও উপস্থিত ছিলেন, তারাছা ইউপির চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, নোয়াপতং ইউপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত উবাপ্রু মারমা, রোয়াংছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু মারমা, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেয়ান প্রমুখ।

এতে উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনে নেতৃবৃন্দে ও বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যদিয়ে অনুষ্ঠানে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে খেলাধুলা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মৈত্রী পানি বর্ষনের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপির।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন