রোয়াংছড়িতে অপরাজিতা ক্রেডিট ইউনিয়নে ত্রি-বার্ষিক সাধারণ সভা

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় আলেক্ষ্যং ইউনিয়নের অপরাজিতা ক্রেডিট ইউনিয়নে রোয়াংছড়ি উপজেলা মিলনায়তনে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ত্রি-বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফের স্থানে এসে মিলিত হয়।

শুক্রবার সকাল অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতি সদস্য সুপল ত্রিপুরা ও সদস্যা গীতী তঞ্চঙ্গ্যা উপস্থাপনায় সভপতিত্ব করেন সমিতি সভাপতি অলকা রাণী তঞ্চঙ্গ্যা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, উপজেলা কারিতাস সমন্বয়কারী ও ম্যানেজার যোসেফ প্রীতি কান্তি ত্রিপুরা, রোয়াংছড়ি সদর ইউপির সাবেক চেয়ারম্যান অংশৈমং মারমা, আলেক্ষ্যং ইউপির চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, কারিতাস আইসিডিপি-সিএইচটি প্রকল্প কর্মসূচি কর্মকর্তা রেমন আসাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাসের উপজেলা অফিসের সকল কর্মকর্তা, সহকর্মীসহ নারী-পুরুষ ৪শতাধিক সমিতি সদস্যরা অংশগ্রহণ করেন। এতে সমিতি সাধারণ সম্পাদক ধর্মজয় ত্রিপুরা বার্ষিক আয়-ব্যয়ের হিসাব মাল্টিমিডিয়া ও প্রজেক্টর মাধ্যমে প্রদর্শন করেন।

ঋণ ব্যবস্থাপনা সভাপতি মিত্রজয় তঞ্চঙ্গ্যা ব্যক্তব্যে বলেন সমিতিতে মূলধন ১৭লাখ টাকা স্থিতি থাকায় আবেদননুযায়ী প্রায় ১লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে বলে জানান।

এ সময় প্রধান অতিথি কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেন সমিতিতে সঠিক ভাবে পরিচালনায় করায় ঋণ প্রদানের মাধ্যমে ভোক্তারা উপকৃত হবে। ঋণ গ্রহণের দ্বারা স্বস্ব আত্মকর্ম সংস্থান করতে বৃদ্ধি পাবে। একজন সমৃদ্ধশালী ব্যবসায়ী গড়ে তোলতে সক্ষম হবে বলে মনে করেন কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন