রোহিঙ্গা শিবিরে কলেরা টিকা ক্যাম্পেইন শুরু

কক্সবাজার প্রতিনিধি:

রোহিঙ্গা শিবিরে প্রথম রাউন্ডের কলেরা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বালুখালী রোহিঙ্গা শিবিরের জামতলী এলাকায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদ্প্তরের সম্প্রসারিত টিকাদান প্রকল্পের (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. আলতাফ হোসেন।

কলেরা টিকা ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ডিজি হেলথ এর চিফ কো- অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল আলী জিন্নাত, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন।

ডা. আলতাফ হোসেন বলেন, বর্ষায় রোহিঙ্গা শিবিরে পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। এরমধ্যে কলেরা রোগ অন্যতম। কলেরা রোগ নিয়ন্ত্রণের জন্য টিকা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এর আগেও সফলভাবে কলেরা টিকা দেওয়া হয়। এবারও সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি প্রত্যাশা করেন।

কক্সবাজার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, প্রথম পর্যায়ে ৯ লক্ষ ৮৪ হাজার ৯০৬জন রোহিঙ্গাকে কলেরা টিকা দেয়া হবে। এছাড়াও এই কর্মসূচির আওতায় থাকবে ১ লক্ষ ৩৫জন স্থানীয় জনগোষ্ঠী।

জানা গেছে, দুই রাউন্ডে কলেরা টিকা খাওয়ানো হবে। এরমধ্যে আজ রোববার থেকে প্রথম রাউন্ড শুরু হয়ে চলবে ৯ মে পর্যন্ত। যারা  ১৫ অক্টোবর ২০১৭ এর পরে বাংলাদেশে এসেছে তাদের মধ্যে ১ বছরের বেশি বয়সের সবাইকে ১ম ডোজ টিকা দেয়া হবে। আর যারা ওই সময়ের পূর্বে এসেছে তাদের মধ্যে পাঁচ বছরের বেশি বয়সের সকলকে ২য় ডোজ টিকা দেয়া হবে।

এছাড়াও ১ থেকে ৫ বছর বয়সের মধ্যে যে সকল শিশু ইতোমধ্যে ২ ডোজ কলেরা টিকা পেয়েছে তারা এবারের ক্যাম্পেইনের বাইরে থাকবে। এদিকে যেখানে মিয়ানমার জনগোষ্ঠী স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশে গেছে সেখানে ১ বছরের বেশি বয়সী সকল জনগোষ্ঠীকে ১ম ডোজ টিকা দেয়া হবে। একইভাবে এদের মধ্যেও ১ থেকে ৫ বছর বয়সী যেসকল শিশু ইতোমধ্যে ২ ডোজ কলেরা টিকা পেয়েছে সেসব শিশুরা এবারের ক্যাম্পেইনের বাইরে থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন