রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাবেন পার্বত্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ উপলক্ষ্যে বুধবার সকালে বান্দরবার থেকে ঘুমধুমের উদ্দেশে রওনা দিয়ে ঘুমধুম সীমান্তের কোনাপাড়া ও পশ্চিমকুলের ২ হাজার ৪০০ পরিবারে সঙ্গে দেখা করবেন প্রতিমন্ত্রী। বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

সফর সঙ্গী হিসেবে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা যাওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন