রোহিঙ্গা ক্যাম্পে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

ঘুমধুম প্রতিনিধি:

গত ৩ দিন ধরে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির ঘরের দেয়াল ধসে এক শিশুর (৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর মা।

সোমবার(১১জুন) সকালে উখিয়ার কুতুপালং ডি-রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে এ ঘটনা ঘটে। উখিয়ার ইউএনও মো. নিকারজ্জামান চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে নিহত শিশুটির নাম জানা যায়নি। তবে সে আব্দুর শুক্কুরের ছেলে বলে ইউএনও জানান।

নিকারুজ্জামান বলেন, গত শনিবার থেকে উখিয়ায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে।সকালে বৃষ্টিপাতের মধ্যে আকস্মিক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি মাটির ঘরের দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত হন তার মা।

নিহতের লাশ ক্যাম্পের একটি হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ইউএনও ।

উল্লেখ্য বৃষ্টি ও ঝড়ো হাওয়া এভাবে চলমান থাকলে সহস্রাধিক রোহিঙ্গা বসতি পাহাড়ের নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান এনজিও সংস্থা ইউএনএসসিআর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন