রোহিঙ্গাবহনকারী ৭ নৌকা ফেরত

fec-image

রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে রোহিঙ্গা বহনকারী ৭টি নৌকা ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত নাফ নদীর ৪ পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাবহনকারী নৌকা ফেরত পাঠানো হয়।

টেকনাফ ২ বিজিবির উপ অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী  বলেন, আজ সকাল আটটা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও দমদমিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে সাতটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। প্রতিটি নৌকায় ১৫-১৮ জনের মতো রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ থাকলেও নৌকায় শিশুর সংখ্যা ছিল অনেক বেশি। সব কটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা পাশাপাশি নজরদারী অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন