রোগী আছে চিকিৎসক নেই

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়মিত ডাক্তার না থাকার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ জুলাই ) দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালে বেশ কিছু সংখ্যক মহিলা ও শিশু রোগী চিকিৎসক এর জন্য বসে থাকা অবস্থায় দেখতে পান। মহালছড়ি সদর কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক এর ডা. রুপময় তালুকদার ছাড়া এ সময় আর কোন ডাক্তার ছিলো না।

হাসপাতালের প্রত্যেকটি কক্ষ ঘুরে দেখেন তিনি। তখন তিনি হাসপাতালে অপেক্ষমান রোগী ও ভর্তি হওয়া রোগীদের সাথে কথা বললে ডাক্তার নিয়মিত না থাকার কথা অভিযোগ করেন রোগীরা।

রোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার এ ব্যাপারে খুবই কঠোর। স্বাস্থ্য সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও স্বাস্থ্য সেবা ব্যাহত হলে কিংবা কোন চিকিৎসক দায়িত্বে অবহেলা করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি।

পরিদর্শন কালে আরো সাথে ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. নাদিম সারওয়ার, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ এএন, এম নুরুজ্জামান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন