রুমায় মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা

রুমা প্রতিনিধি:

‘স্বল্পপোন্নত দেশ হতে উন্নয়নশীল’ এ শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের রুমাতে এক মাদক বিরোধী জনসচেতনতামূলক সভায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০মার্চ) বিকেলে রুমায় ৫৩বর্ডার গার্ড ব্যাটালিয়ানের আয়োজনে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও কক্সবাজার-রামুর এ্যাডহক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রকিব উল্লাহ বান্দরবানের

রকিব উল্লাহ বলেন, কোন ধর্মের সন্ত্রাসবাদীকে উৎসাহিত করেনা, আশ্রয় দেয়না। জঙ্গীবাদ ধর্মের অপব্যাখ্যা দিয়ে সহজ সরল মানুষকে অন্যায় কাজে প্রলুব্দ করে থাকে। এব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

জাতিসংঘ ১৭ফেব্রুয়ারি বাংলাদেশকে সল্পন্নোত হতে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২৪সালের পর বাংলাদেশ পুরোপুরি উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে। ঠিক সেভাবে আগামী ২০৪১সালের পর এদেশ উন্নত দেশে পরিণত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন বান্দরবানের সেক্টর কমান্ডার মো. ইকবাল হোসেন ৫৩বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল খন্ডকার মূনীর হোসন ও রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাশৈনু মারমা। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও প্রায় আড়াইশ শিক্ষার্থী এসভায় স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে। পরে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়াতে সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল রকিব উল্লাহ।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন