রুমায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত

300px-rumaupazila

রুমা প্রতিনিধি:

বান্দরবানের রুমায় দুর্নীতি প্রতিরোধের সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।  নবগঠিত কমিটিতে লালরিয়ান থাং লুসাইকে দ্বিতীয় বারেরমতো সভাপতি  ও চিত্তরঞ্জন চাকমাকে সম্পাদক করে তিন বছর মেয়াদে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

 রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার  দুপুর একটায় প্রধান শিক্ষক চিত্তরঞ্জন চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, সাধারণ সম্পাদক পারেম লুসাই, রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক(অব:) নিত্যরঞ্জন জলদাশ, পিসিএসপি‘র ব্যবস্থাপক বরুন ত্রিপুরা ও মহিলা সমিতির সভানেত্রী রেমএং ময় বমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে উপজেলার নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ খলিলুর রহমান ও জর্জ বম। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে লুংঙা খুমি, রেমএংময় বম, বরেন ত্রিপুরা ও কণ্যাণী চৌধুরী নির্বাচিত হন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন