‘রায়হান হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’-শিক্ষামন্ত্রী

Cox Edu Ministr pic-1

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মেধাবী মুখ ঢাকা ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেনীর ছাত্র জাহিদুল ইসলাম রায়হান হত্যাকান্ডে জড়িতদের কোন ছাড় নেই। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার সকালে কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বুধবার সকাল ১০ টার দিকে শহরের অদূরে অবস্থিত আলহাজ্ব মো: ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসেম্বেলি ক্লাসে অংশ নিয়ে সমবেত সুরে জাতীয় সঙ্গীত পড়েন। এরপর ছাত্রছাত্রীদের সাথে ক্লাসে বসে শিক্ষকদের পাঠদান শুনেন। সেখানে মাল্টিমিডিয়া ক্লাস রুমের প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের কথা নিয়ে আলোচনা করেন।

সেখান থেকে সরাসরি কক্সবাজার সরকারী কলেজে যান শিক্ষামন্ত্রী নাহিদ। এতে তিনি বিভিন্ন শ্রেনীকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি কলেজে ভবন সমস্যা, ছাত্রাবাস সমস্যা, শিক্ষক স্বল্পতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেবেন বলে জানান। পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: রুহুল আমিনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম রায়হান গত ১৬ অক্টোবর ঢাকা ক্যামব্রিয়ান কলেজে হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনাকে তার পরিবার পরিকল্পিত দাবী করলেও এটিকে নিছক আত্মহত্যা বলে প্রচার করেন কলেজ কর্তৃপক্ষ। এনিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

এদিকে হত্যাকান্ডের ঘটনায় রায়হানের চাচা আবদুল আওয়াল সিকদার বাদী হয়ে ঢাকার ভাটারা থানায় ১৭ অক্টোবর মামলা করেন। মামলা নং-১৭। ওই মামলায় হোস্টেল সুপার ওমর ফারুক ও সহকারী হোস্টেল সুপার আশরাফ আলীকে গ্রেফতার করে পুলিশ। তারা এখন কারাবন্দি।

রায়হানের বাড়ী কক্সবাজার খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়া এলাকায়। রায়হান ৫ ভাই-বোনের মধ্যে দ্বিতীয়।
সে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী থেকে ১০১৩ সালে গোল্ডেন জিপিএ-৫সহ এসএসসি (বিজ্ঞান বিভাগ) পাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন