Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

42513 copy

নিজস্ব প্রতিনিধি:

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেছেন, রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল। রোববার বিকালে তিনি ৩তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এ ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে সাংসদ কমল বলেন, একটি সুশিক্ষিত জাতি গঠনের সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আধুনিকায়ন করা হচ্ছে।

জানা গেছে, ‘৩১০ উপজেলা সদরে নির্বাচিত বেসরকারি বিদ্যালয় সমূহকে মডেল স্কুলে রূপান্তর’ প্রকল্পের আওতায় ১কোটি ২৮ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে এ ভবন নির্মিত হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জোনের বাস্তবায়নে ৭৯৮বর্গমিটার আয়তনের এ ভবনে রয়েছে ১০টি অত্যাধুনিক শ্রেণিকক্ষ।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জামান, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে নুরুল আমিন ও তরুন বড়ুয়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য বিজন বড়ুয়া, মাষ্টার ফরিদ আহমদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক দর্পণ বড়ুয়া, সুরজিত বড়ুয়া কেলসন, রমজান আলী, ফরিদুল আলম চৌধুরী, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অলক বড়ুয়া, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, নুরুল হোছাইন প্রমূখ। আনুষ্ঠানিকভাবে ভবনের ফলক উন্মোচন করে মোনাজাত করা হয়। সাংসদ কমলসহ অন্যান্য অতিথিবৃন্দ নবনির্মিত ভবন ঘুরে দেখেন। নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংসদ কমলসহ অতিথিবৃন্দ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন