রামুর মরিচ্যা থেকে ডব্লিউএফপি’র ত্রাণ সামগ্রীসহ কাভার্ড ভ্যান জব্দ

fec-image

প্রেস বিজ্ঞপ্তি:

রামুর খুনিয়াপালং ইউপি’র মরিচ্যা যৌথ চেকপোস্টের কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সদস্যগণ তল্লাশীকালে কক্সবাজারগামী মালবাহী কাভার্ড ভ্যান থেকে ডব্লিউএফপি’র ত্রাণ সামগ্রী জব্দ করেছে।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মালবাহী কাভার্ড ভ্যানটি আটক করা হয়।এসময় ড্রাইভার পালিয়ে যায় বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকের পর কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ১০ লাখ ৬ হাজার ৯শ’ ৫০ টাকা মূল্যের ২০ হাজার ১শ’ ৩৯ কেজি এ্যাংকর ডাল (ডব্লিউএফপি কর্তৃক প্রদত্ত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ত্রাণ) এবং ৮০ লাখ টাকা মূল্যের ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৯০ লাখ ৬ হাজার ৯শ’ ৫০ টাকা।

জব্দকৃত মালামালসহ কাভার্ড ভ্যান বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।

উল্লেখ্য, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজারসহ আশ-পাশের এলাকায় খোলা বাজারে বিক্রি হচ্ছে। ফলে স্থানীয় কৃষকগণ তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামুর মরিচ্যা থেকে ডব্লিউএফপি’র ত্রাণ সামগ্রীসহ কাভার্ড ভ্যান জব্দ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন