রামুর বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

IMG_2868 copy

বাইশারী প্রতিনিধি:

রামু উপজেলার গর্জনিয়া বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা ও নূরানী কিন্ডার গার্টেনের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন আল্লামা হাফেজ মুহিব্বুল্লাহ বাবু নগরী।

মাহফিলে প্রধান অতিথি বলেন, চরিত্র গঠনে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। দেশের কওমী মাদ্রাসা গুলোতে প্রকৃত ইসলামের বাণী শিক্ষা দেয়া হয়। এখানে কোন ধরনের জঙ্গিবাদের প্রশিক্ষণ দেয়া হয় না এবং জঙ্গিবাদের কোন প্রকার স্থান নেই।

গতকাল রবিবার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিকাল ২টা থেকে রাত ১টা পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা আইয়ুব আলী আনসারী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভেীমত্ব রক্ষায় রাষ্ট্রধর্ম ইসলামের অবশ্যই প্রয়োজন রয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ফল কোন দিনও শুভ হবে না বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষক মাওলানা মো. আলমের পরিচালনায় মাদ্রাসা পরিচালক মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে দেশ বরণ্য আরো অনেক ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন। মাহফিল শেষে আল্লামা হাফেজ আব্দুল হকের বিশেষ প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন