রামুর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুল হকের ইন্তেকাল: জানাযায় শোকার্ত মানুষের ঢল

ramu-pic-janaja-05-10

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার রামুর বিশিষ্ট আলেমেদ্বীন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হক (৫৮) বুধবার ভোর সাড়ে চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ভরাছরাকুল গ্রামের মরহুম হাজ্বী সুলতান আহমদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রেখে যান। মাওলানা আবদুল হক সাম্প্রতিক সময়ে ব্রেন স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হন।

বুধবার বিকালে ৪টা ৪০ মিনিটে জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযায় শরিক হন হাজার হাজার জনতা। জানাযায় ইমামতি করেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস ও মরহুমের শিক্ষক মাওলানা আবদুল্লাহ তাজ।

জানাযার পূর্বে বক্তব্য রাখেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আবু বকর ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা হাফেজ আবদুল হক, মরহুমের ছোট ভাই ড. ফরিদুল আলম, বড় ছেলে মাওলানা হাফেজ জয়নুল আবেদিন।

বক্তারা বলেন, মাওলানা আবদুল হক একজন বিজ্ঞ আলেমেদ্বীন ও দ্বীনি মাদরাসার একনিষ্ঠ শিক্ষক ছিলেন। সহজ-সরল জীবনযাপন তার অন্যতম বিশেষ গুণ। দ্বীনি ইলমের বিভিন্ন শাখায় উনার পারদর্শীতা সব মহলে সমাদৃত।

উল্লেখ্য, মাওলানা আবদুল হক ছাত্রজীবনে হাটহাজারী জামেয়া আহলিয়া মঈনুল ইসলাম থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। ইতিপূর্বে তিনি জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসায় দীর্ঘদিন অধ্যয়ন করেন।

কর্মজীবনে তিনি চট্টগ্রাম কৈগ্রাম মাদ্রাসা, রামু ধলিরছড়া আশরাফুল উলুম মাদ্রাসা, খুরুশকুল তালিম উদ্দীন মাদ্রাসা, কাউয়ারখোপ তাজবিদুল কোরআন মাদরাসা ও লাইট হাউজ দারুল উলুম মাদ্রাসায় বিভিন্ন মেয়াদে শিক্ষকতা করেন। পরে ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসায় যোগদান করে আজীবন দ্বীনি শিক্ষা খেদমতে নিবেদিত ছিলেন। তিনি আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির রামু উপজেলা সহ-সভাপতি ছিলেন।

এদিকে বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, সিনিয়র সহ সভাপতি মাওলানা আ,হ,ম নুরুল কবির হিলালী, সহ সভাপতি মাওলানা হাফেজ আবদুর রহিম ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব, রামু উপজেলা সভাপতি মাওলানা আমান উল্লাহ সিকদার, সাধারণ সম্পাদক মাওলানা আবদুচ্ছালাম কুদছী, কক্সবাজার শহর সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী।

এছাড়াও শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ সভাপতি ইউসুফ মক্কী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল হামিদ, শহর সভাপতি হাফেজ ইব্রাহিম, রামু উপজেলা সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ প্রমূখ।

নেতৃবৃন্দ মাওলানা আব্দুল হকের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন