রামুর বাঁকখালী নদীতে ডুবে জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ

fec-image

supon-copy-450x330-copy

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহি কল্প জাহাজ ভাসা উৎসবে এসে নদীতে ডুবে গেছে এক স্কুল ছাত্র।

সোমবার দুপুর আড়াইটার দিকে রামু বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সুপন বড়ুয়া (১৪) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের সুখেন্দু বড়ুয়া প্রকাশ ভাগ্য বড়ুয়ার ছেলে এবং রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবারের জেএসসি পরীক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুপন বড়ুয়া দুপুরে জাহাজ ভাসা উৎসব দেখার জন্য নদীতে নামেন। এক পর্যায়ে পানির গভীরতা বেশী হলে সে ডুবে যায়।

ঘটনাস্থলে থাকা রামু কেন্দ্রিয় সীমা বিহারের সহকারি অধ্যক্ষ ও আমাদের রামু ডটকম এর সম্পাদক প্রজ্ঞানন্দ ভিক্ষু জানিয়েছেন, রাত সাড়ে আটটা পর্যন্ত সুপন বড়ুয়ার সন্ধান পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধারে সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম থেকে ডুবুরী দল রামুর উদ্দেশ্যে রওনা দিয়েছে।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ সুপন বড়ুয়া এবারের জেএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও মর্মাহত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন