রামুর নৌকা বাইচ প্রাচীন বাংলার জনপ্রিয় খেলা- উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম

Ramu  pic 05.10

রামু প্রতিনিধি:
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, ক্রীড়া ঐতিহ্যের সমৃদ্ধ অঞ্চল রামু। প্রাচীন কাল থেকে এ অঞ্চলের মানুষ লোকজ ক্রীড়া চর্চা করে আসছেন। রামুর বাঁকখালী নদীর নৌকা বাইচ প্রতিযোগিতা আবহমান বাংলার ঐতিহ্যময় প্রাচীন একটি জনপ্রিয় খেলা। শত বছর আগে থেকে রামুতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

এ বছরও বাঁকখালী নদীতে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা হবে। প্রাচীন খেলা আয়োজনে রামু সোনালী অতীত ফুটবল ক্লাব গুরু-দায়িত্বভার গ্রহণ করেছেন। এ আয়োজনকে সফলভাবে সম্পন্ন করতে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবকে সর্বাত্মক সহযোগিতা দেবে উপজেলা পরিষদ।

গত রোববার রাত আটটায় রামু এভারেস্ট টিচিং ইনিস্টিটিউটে অনুষ্ঠিত সোনালী অতীত ফুটবল ক্লাবের সভায় তিনি এ কথা বলেন। বাঁকখালী নদীতে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগীতা ২০১৫ আয়োজন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ। সভার শুরুতে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহনের কথা উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৫’র প্রধান সমন্বয়ক ও ফতেখারকুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সভায় রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৫ আয়োজন উপলক্ষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ১৮ অক্টোবর রামু ফকিরা বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ অক্টোবর পর্যন্ত রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৫ তে অংশ গ্রহণে আগ্রহী নৌকা বাইচ দল রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে টিমের নাম জমা দিতে পারবে।

সভায় আরো জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর থেকে কাউয়ারখোপ, মরিঝিল, কচ্ছপিয়া, গর্জনিয়া, নোনাছরি, ভারুয়াখালী, পিএমখালী, শ্রীমুরা, জারাইলতলী, কলঘর, চাকমারকুল, মিস্ত্রিপাড়া, লম্বরীপাড়া, দেয়াংপাড়া, শিকলঘাট, দক্ষিণ দ্বীপ, হালদারকুল, উমখালী, জীনেরঘোনা, দক্ষিণ মিঠাছড়ি, মন্ডলপাড়া, অফিসেরচর এলাকায় মাইকিং এর মাধ্যমে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৫ এর প্রচারণা চালানো হচ্ছে। এ সব এলাকার নৌকা বাইচ দলকে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে আবারো অনুরোধ জানান রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ।

তিনি আরো বলেন, রামু কেন্দ্রীয় নৌকা বাইচকে সফল করতে, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম সব রকমের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এ আয়োজনকে সফলভাবে সম্পন্ন করতে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য সহ রামু ক্রীড়ামোদী মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি কিশোর বড়ুয়া, নবু আলম, যুগ্ম-সম্পাদক খালেদ শহীদ, সাংগঠনিক সম্পাদক দুলাল বড়ুয়া, অর্থ সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু, দপ্তর ও প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, নির্বাহী সদস্য তরুপ বড়ুয়া, মুরাদ সুলতান, সাধারণ পরিষদ সদস্য ছৈয়দ কাসেম, অজিত বড়ুয়া, ব্যোমকেশ বড়ুয়া, পুলক বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু, দর্পণ বড়ুয়া, প্রবাল বড়ুয়া নিশান, বিদ্যুৎ বড়ুয়া, জীবক বড়ুয়া, গিয়াস উদ্দিন, সংগীত বড়ুয়া, মো. আবদুর রহিম, বিপ্লব বড়ুয়া, মো. হোসাইন ও রাজনীতিক তপন মল্লিক প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন