রামুর জোয়ারিয়ানালা এইচ,এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসব শনিবার

রামু প্রতিনিধি:

রামু উপজেলার জোয়ারিয়ানালা এইচ,এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য সূবর্ণ জয়ন্তী উৎসব শনিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রধান অতিথি থাকবেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সংবর্ধিত অতিথি থাকবেন, রামুর কৃতি সন্তান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মাফরুহা সুলতানা মেরী। সূবর্ণ জয়ন্তী বক্তা থাকবেন, জোয়ারিয়ানালা এইচ,এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (১৯৮১-২০০৯) নাজিম উদ্দিন।

এতে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জোয়ারিয়ানালা এইচ,এম সাঁচি উচ্চ বিদ্যালয় সূবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল।

বিদ্যালয়ের গৌরবের ৫০ বছর পূর্তির বর্ণিল অনুষ্ঠানমালা সফল আয়োজনে ব্যাপক কর্মযজ্ঞে সময় পার করছেন, সূবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এ অনুষ্ঠান সফল করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে উৎসব আমেজ।

জোয়ারিয়ানালা এইচ,এম সাঁচি উচ্চ বিদ্যালয় সূবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান জানিয়েছেন, দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে সকাল দশটায় উদ্বোধন, দশটা পনের মিনিটে সূবর্ণ জয়ন্তী র‌্যালি, সকাল এগারটায় অতিথিদের আসন গ্রহণ, আলোচনা সভা, দুপুর একটায় গুণীজন সংবর্ধনা, সভাপতির বক্তব্য ও মধ্যাহ্ন ভোজ,  বিকাল তিনটায় বিদ্যালয়ের ব্যাচ ভিত্তিক স্মৃতিচারণ, বিকাল চারটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসব অনুষ্ঠানে সম্মানিত অতিথি এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, জোয়ারিয়ানালা এইচ,এম সাঁচি উচ্চ বিদ্যালয় সূবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২০১৭ এর আহ্বায়ক এ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সদস্য সচিব মিজানুর রহমান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন