রামুতে ১ টাকার পিকনিক

ramu pic komol school pic 24.23.17
রামু প্রতিনিধি :
জনপ্রতি মাত্র এক টাকা চাঁদা দিয়ে পিকনিকে অংশ নিয়েছেন ৬৫০ জন ছাত্রছাত্রী ও অভিভাবক। অবিশ্বাস্য এ পিকনিক নিয়ে এলাকাজুড়ে চলছে সরব আলোচনা।

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে প্রতিষ্ঠিত উখিয়ারঘোনা সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে চকরিয়া উপজেলার অন্যতম দর্শনীয় স্থান বঙ্গবন্ধু সাফারি পার্কে। শুক্রবার (২৪ মার্চ) উৎসবমুখর পরিবেশে এ পিকনিক অনুষ্ঠিত হয়। সকালে ১৮টি বাস নিয়ে পিকনিক এ অংশগ্রহনকারীরা ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে রওনা দেয়। সেখানে সারাদিন চলে নানা আনন্দ আয়োজন।

পিকনিকে অংশ নেন, উখিয়ারঘোনা সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান জানিয়েছেন, বিদ্যালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্রছাত্রীরা এক টাকা করে দিয়ে এ পিকনিকে অংশ নিয়েছেন।

পিকনিক উপলক্ষ্যে সাফারি পার্ক প্রাঙ্গনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য শামসুল আলম। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট বীমাবিদ এরশাদ উল্লাহ খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল হক, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, কবি এম সুলতান আহমদ মনিরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, আওয়ামীলীগ নেতা সৈয়দ মো. আবদু শুক্কুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক ও সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বকর ছিদ্দিক, বিদ্যালয় পরিচালনা কমিটির আবছার মেম্বার, হোছন মেম্বার, আজিজুল হক মেম্বার, আনার কলি মেম্বার, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, রাজমোহন বড়ুয়া, সুলতান আহমদ, হাজ্বী আনোয়ার, নুর আহমদ, যুবলীগ নেতা তারেক আহমদ, মনজুর আলম প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন