Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রামুতে হেলে পড়েছে বিবেকারাম বৌদ্ধ বিহার

IMG_00677 copy

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী উত্তর মিঠাছড়ি বিবেকারাম বৌদ্ধ বিহারের পার্শ্ববর্তী পুকুরে তলিয়ে গেছে বিহারের ভবনের একটি অংশ। খবরটি এলাকায় ছড়িতে পড়লে বৌদ্ধ, হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ বিহার ভাঙনের দৃশ্য দেখতে ভিড় জমান।

সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, টানা বর্ষণের ফলে মাটি নরম হয়ে বুধবার সকালের দিকে উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের মূল ভবনের রান্না ঘরের পার্শ্ববর্তী একটি অংশ পুকুরের দিকে হেলে পড়ে যায়। এতে আকঙ্কিত হয়ে পড়ে বিহারের বৌদ্ধ ভিক্ষুসহ বিহারের বসবাসরত শ্রামণরা।

উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সুশীল বড়ুয়া, সহ সভাপতি কমলশু বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্লাবন বড়ুয়ার কাছে জানতে চাইলে তারা জানান, বেশ ক’দিন ধরে প্রবল বর্ষণের ফলে বিহার আঙ্গিনার পুকুরের পানি টইটম্বুর হয়ে পড়ে। মাটি নরম হয়ে গভীর এ পুকুরটির বাঁধ ভেঙে যায় এবং পাশে স্থিত বিহারের মূল ভবনের রান্না ঘর পুকুরে বিলীন হয়ে যায়। মূল ভবনও ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিহার কমিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ বুদ্ধিষ্ট ডেভেলপমেন্ট প্রোপ্রাম কক্সবাজারের চেয়ারম্যান সুরেশ বড়ুয়াসহ বৌদ্ধ নেতৃবৃন্দ বিহার পরিদর্শনে আসেন। এসময় তারা বিহারটি দ্রুত সংস্কার ও ভাঙল কবলিত বিহারকে রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন