রামুতে বৃক্ষ রোপণ ও মাছের পোণা অবমুক্ত করেছে বিজিবি

DSC_0083 copy

নিজস্ব প্রতিনিধি:

বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের রামু ৫০বিজিবি ব্যাটেলিয়নে বৃক্ষ রোপণ ও মাছের পোণা অবমুক্ত করা হয়েছে। রোববার সকাল ১০ টায় ব্যাটেলিয়ন চত্বরে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মনজুর সিদ্দিকী। পরে ব্যাটেলিয়ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোণা অবমুক্ত করা হয়।

এ সময় ৫০ বিজিবির সহকারি পরিচালক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রামু ৫০ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মনজুর সিদ্দিকী জানান, কর্মসূচির আওতায় ৯ প্রজাতির গাছের চারা রোপণ এবং ৫ প্রজাতির মাছের পোণা অবমুক্ত করা হয়েছে। এছাড়া সীমান্তে ৮টি ক্যাম্পে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন