রামুতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং বার্মিজ কারেন্ট জাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের রামুতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং বার্মিজ কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অতিরিক্ত পরিচালক, উপ-অধিনায়ক ইকবাল আহমেদ এর স্বাক্ষরকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কক্সবাজার এর মরিচ্যা যৌথ চেকপোষ্টের সদস্যগণ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলার ৯ নং খুনিয়াপালং ইউনিয়নের পাগলির বিল নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১১,২৮,০০০/- টাকা মূল্যের ৩৭৬০ পীস বার্মিজ ইয়াবা এবং ৪,০০,০০০/- টাকা মূল্যের ০১টি বাংলাদেশি সিএনজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের মোট মূল্য-১৫,২৮,০০০/- টাকা।

অপর অভিযানে রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার ৯নং খুনিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১,৯৬,০০০/- টাকা মূল্যের ২৪.৫০০ কেজি বার্মিজ কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য-১৭,২৪,০০০/- টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন