Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রামুতে বর ও কণেসহ ৩ জনকে জেল জরিমানা

ramu pic 26.4

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে তিন ব্যক্তিকে জেল ও অর্থদণ্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী বর ও কণে দু‘জনকে বাল্য বিয়ে প্রতিরোধ আইনে অর্থ জরিমানা ও কণের মাতা আয়েশা বেগমকে ১০দিনের কারাদণ্ড প্রদান করেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম নুরুচ ছাফা জানিয়েছেন, গত ২২এপ্রিল রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী এলাকার শামশুল আলমের পুত্র রশিদ মিয়ার (১৮) সাথে একই ইউনিয়নের মইশকুম মোরাপাড়ার দুদু মিয়ার কন্যা সাবেকুন্নাহার (১৫) এর বিয়ে সম্পন্ন হয়।

এ খবর স্থানীয় ইউপি সদস্য আবদুল করিম ও বশির আহমদ জানতে পারলে সাথে সাথে বর ও কণে এবং বিয়েতে সহযোগিতা করায় কণের মাকে গ্রাম পুলিশের সহায়তায় জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।

পরে দুপুরে তাদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বর ও কণে দুই জনকে ১হাজার টাকা করে অর্থদণ্ড ও কণের মাতাকে ১০দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন