রামুতে বন্যা মোকাবেলায় সাংসদ কমলের উদ্যোগে ১৪টি নৌকা বিতরণ

ramu pic boat 12.08

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপদ ও সুখি জীবন। একারনে এ সরকার ক্ষমতায় এলে জনগণের চাওয়া-পাওয়া পূরন হয়।

শুক্রবার রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে বন্যাদূর্গতের উদ্ধার কাজ ও ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য নৌকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কমল এসব কথা বলেন।

সাংসদ কমল বলেন, রামুর সাম্প্রতিক বছরগুলোতে রামুতে বন্যাকবলিতদের দূর্ভোগ ছিলো ভয়াবহ। অনেক মানুষ পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন। তাই সরকারের নানামুখি উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে রামুতে বন্যা মোকাবেলায় নৌকা বিতরণ করার উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। এসব নৌকা দিয়ে যেমন বন্যা আক্রান্তদের নিরাপদ আশ্রয়ে নেয়া সম্ভব হবে তেমনি বন্যার্তদের ত্রাণ সামগ্রী পৌছানোর কাজেও ব্যবহার করা যাবে।

তিনি বলেন, নদী ভাঙ্গন রোধ, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার সহ বন্যা মোকাবেলায় করণীয় অন্যান্য কর্মকাণ্ডও এগিয়ে চলছে। সব কাজ শেষ হলে রামুতে বন্যার ভয়াবহতা আরও কমে যাবে।

বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাষ্টার ফরিদ আহমদের সভাপতিত্বে ও রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভুট্টো প্রমূখ।

অনুষ্ঠানে রামু উপজেলায় সাম্প্রতিক সময়ে বন্যা কবলিত বিভিন্ন এলাকার জন্য ১৪টি নৌকা বিতরণ করা হয়। সাংসদ কমল জানান, এসব নৌকা স্ব-স্ব ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন