রামুতে বঙ্গবন্ধু সৈনিকলীগের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আহবায়ক কমিটি অনুমোদন

2211334567890122 copy

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু সৈনিকলীগের বর্ধিত সভায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধু সৈনিকলীগ রামু উপজেলা সভাপতি মিজানুল হক রাজা’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাশেদুর হক বাবুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব তৈয়ব উল্লাহ মাতবর। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে  সর্বসম্মতিক্রমে আগামী দুই মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।   এরই ধারাবাকিতায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় আহবায়ক মো. আবদুল্লাহ, যুগ্ম আহবায়ক মো. আবুল মনছুর, মিজানুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, নাছির উদ্দিন, কার্যকারী সদস্য মোহাম্মদ আবছার, নুরুল আমিন নয়ন, আবু তাহের, আবুল মনছুর,আজিজুল হক, নুরুল ইসলাম, ছালামত উল্লাহ, আব্দুল আজিজ বাবু, আব্দুর রাজ্জাক, নুরুল আজিম, আলী আহমদ, মর্জিনা বেগম ও হামিদা বেগম সহ ২১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন